
আকবর হোসেন,তালা: সাতক্ষীরা তালা উপজেলার খেশরা পুলিশ ক্যাম্পের যাতায়তের রাস্তার বেহাল দশা, প্রায় দুই যুগ পার হতে চললেও সংস্কার করা হয়নি রাস্তাটি, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সরকারী দায়িত্ব পালন করছেন ক্যাম্পের পুলিশর সদস্যরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খেশরা পুলিশ ক্যাম্প হতে উত্তরে বালিয়া বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি অত্যান্ত খারাপ, বহুদিন আগে ইটের সলিং করা, যার ইট ভেঙ্গে গেছে, ইট সমান হয়ে এমন তেলা হয়েছে, মটর সাইকেলে যাওয়ায় সময় প্রতিনিয়ত দূর্ঘটনায় পড়তে হয় এবং দক্ষিনে খেশরা রাস্তা পর্যন্ত রাস্তাটি কদমাক্ত ভরা, সবমিলিয়ে এক কিলোমিটার রাস্তাটি অত্যান্ত নাজুক, দুই যুগ পার হলেও রাস্তাটি ভাংগা চোরা অবস্হায় পড়ে আছে, চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে বহুবার দেন দরবার করলেও আজ পর্যন্ত রাস্তাটি আলোর মুখ দেখেনি, খেশরা ক্যাম্পের পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত ঐ রাস্তা দিয়ে চলাচল করে, তাহাছাড়া তালা উপজেলার মধ্যে খেশরা ইউনিয়নের আয়তন বড়, দিনের বেলায় চলাচল করতে অত্যান্ত কষ্ট, সেই রাস্তা দিয়ে রাত্রের বেলা প্রতিনিয়ত চোর,ডাকাত ধরাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের জীবনের ঝুকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে হচ্ছে।
খেশরা ক্যাম্পের ইনচার্জ ইসমাইল হোসেন সহ সকল পুলিশ সদস্যরা আক্ষেপ করে এ প্রতিনিধিকে বলেন, ভাই আমরা সরকারী দায়িত্ব পালন করার জন্য, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে চলাচল করি, আমাদের কষ্টটা কেউ দেখেনা, এখন বর্ষাকাল ইটের ভাংগা সলিং দিয়ে চলাচল করতে বিভিন্ন সময় দূর্ঘটনায় পড়তে হয়, সেইজন্য অতিদ্রুত রাস্তাটি মেরামত করার জন্য জোরদাবী জানাচ্ছি, এছাড়া এলাকাবাসিও রাস্তাটি অতিদ্রুত কার্পেটিং করার দাবী জানিয়েছেন।
এ বিষয়ে খেশরা ইউনিয়মের সাবেক চেয়ারম্যান শিক্ষক এসএম লিয়াকত হোসেন বলেন,রাস্তাটি খারাপ হওয়ায়, পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করছে,অতিদ্রুত মেরামত করার জন্য উদ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন, রাস্তাটি অতিদ্রুত মেরামত করা প্রয়োজন, সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।