
বিশেষ প্রতিবেদক: তেল, গ্যাস, খাদ্যদ্রব্যসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে তালায় বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৯শে আগস্ট) বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সামাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সহধর্মিণী এ্যাডঃ শাহানারা পারভিন বকুল,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তারিক, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি মোঃ আলাউদ্দীন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর কন্যা কানিতা ইয়ালাম লামা, জেলা বিএনপির সদস্য কাউন্সিলর আয়নুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য এ্যাডঃ তুজাম্মেল হোসেন তুজাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, তালা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আবুল কালাম আযাদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির আহবায়ক আঃ রাজ্জাক, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক আঃ আলীম সবুজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।