তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহিদুজ্জামানকে সভাপতি, এবং উত্তর সারসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুখ হোসেনকে সাধারণ সম্পাদক করে, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ এর ৫১ সদস্য চুড়ান্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান বাবুল ও সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ জাকারিয়া স্বাক্ষরিত বৃহস্পতিবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। উক্ত কমিটির সুপারিশ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এবং অনুমোদন করেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার । কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন শেখ জাহাঙ্গীর হোসেন, রাজলক্ষী দেবনাথসহ সহ-সভাপতি ৬জন, সিনিয়র যুগ্ন-সম্পাদক রবিউল ইসলাম ও আবিদা সুলতানাসহ যুগ্ন-সম্পাদক ৬জন, সাংগঠনিক সম্পাদক দুলাল ঘোষসহ সহ-সাংগঠনিক ২জন, মহিলা বিষয়ক সম্পাদক এস সুরাইয়া, সহকারী মহিলা সম্পাদক খালেদা বিলকিস , অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সহকারী অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পার্থ চক্রবর্তি, সহ দপ্তর ১জন, আইন বিষয়ক বিশ্বজিত দাশ, সহ আইন বিষয়ক ১জনসহ শিক্ষা, সাংস্কৃতি, মিডিয়া, ক্রীড়, কাব স্কাউট, ধর্মীয় সম্পাদকসহ ৭ জন কার্যকরী সদস্যের এই কমিটি গঠন করা হয়।