শেখ কামরুজ্জামান রিকু,পাটকেলঘাটা সংবাদদাতা:
বাংলাদেশ তাঁতীলীগ তালা উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ৩ টার সময় পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তালা উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ আহসান উল্লাহ টিটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক শেখ কামরুজ্জামান রিকুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ-সভাপতি মিলন রায়, সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান ময়না, তালা উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাশ, যুবলীগ নেতা শেখ আবু সাঈদ, তাঁতীলীগের উপজেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, রোস্তম আলী, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরিদ হাসান জুয়েল, ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন মুন্না, সাগর হোসেন প্রমুখ।
এসময় প্রায় ২০০ জন দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।