নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার টিসিবি ডিলার এসোসিয়েশানের কমিটিগঠন করা হয়েছে। গত রবিবার সকালে পাটকেলঘাটা বাজারে অস্থায়ী কার্যলয়ে তালা উপজেলার সকল ডিলারে সর্বম্মতি ক্রমে একসভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আব্দুর রব পলাশকে সভাপতি ও মাহামুদুল হাসানকে সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়। কমিটি অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি সুমন কুমার সাধু, সহ সাধারন সম্পাদক শেখ ফরহাদ হোসেন, সাংগনিক সম্পাদক হরিদাশ কুমার সাহা কোষাধ্যক্ষ ইমদাদুল হক টুটুল, দপ্তর সম্পাদক শেখ সেলিম হোসেন, উপদেষ্টা মো. গোলজার হোসেন, মো. দিদার হোসেন, নির্বাহী সদস্য, মো. মুশফিকুর, রায়হান ফিরোজ, কাজী রাশেদুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, এসএম আসাদুজ্জামান, কবিরুল ইসলাম, ওহিদুজ্জামান মোড়ল, দ্বীনবন্ধু সাধু, জাহিদ হোসেন, মো. আব্দুর রফিক, শিরিন আরা পারভিন, আব্দুল আলিম মোড়ল।