
মোঃ আকবর হোসেন,তালাঃ তালায় ২৬ আগষ্ট সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে তালা উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড,মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাক্তার মীর আবু মাউদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আকবর হোসেন, রির্পোটাস ক্লাবের সেক্রেটারী জুলফিকার রায়হানসহ তালা সকল অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।