
আকবর হোসেন, তালা: সাতক্ষীরা তালা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। বৃহস্পতিবার (১৮ মার্চ) ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ টি ইউনিয়নে মোট মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬৪৬ জন। সর্বমোট চেয়ারম্যান পদে ৪৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ১৮ জন। সাধারণ সদস্য পদে ৪৬২ এবং সংরক্ষিত সদস্য পদে ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ধানদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন এর মধ্যে দলীয় ১, সাধারন ইউপি সদস্য ৩৯ সংরক্ষিত ১০ জন। নগরঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন দলীয় ৩, সাধারন ইউপি সদস্য ৩৩ সংরক্ষিত ০৮ জন। সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন দলীয় ২, সাধারন ইউপি সদস্য ৫১ সংরক্ষিত ১০ জন। তেতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন দলীয় ২, সাধারন ইউপি সদস্য ৪০ সংরক্ষিত ১৪ জন। তালা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন দলীয় ২, সাধারন ইউপি সদস্য ৪৬ সংরক্ষিত ১০ জন। ইসলামকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন দলীয় ১, সাধারন ইউপি সদস্য ৩৫ সংরক্ষিত ১৩ জন। মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন দলীয় ২, সাধারন ইউপি সদস্য ৪১ সংরক্ষিত ১১ জন। খলিষখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন দলীয় ২, সাধারন ইউপি সদস্য ৪৯ সংরক্ষিত ১১ জন। খেশরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন দলীয় ১, সাধারন ইউপি সদস্য ৩৫ সংরক্ষিত ১৪ জন। জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন দলীয় ১, সাধারন ইউপি সদস্য ৪৮ সংরক্ষিত ২৫ জন। খলিলনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন দলীয় ১, সাধারন ইউপি সদস্য ৪৫ সংরক্ষিত ০৯ জন । সর্বমোট ৬৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ দিনে দলীয় মনোনয়ন জমা দেন খলিলনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, গোলাম রসুল গাজী (স্বসন্ত্র), দেবব্রত রায় (স্বতন্ত্র), তালা সদরে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন সরদার জাকির হোসেন, খলিশখালি মোজাফ্ধসঢ়;ফর হোসেন, তেতুলিয়া এস এম আবুল কালাম আজাদ, ইসলামকাটী ইউনিয়নে শেখ আব্দুল আজিজ (স্বতন্ত্র), সরুলিয়া আব্দুল হাই (স্বতন্ত্র), রাশেদুল হক রাজু (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ইউপি সদস্য জিয়াউর রহমান, প্রকাশ দালাল, মীর কল্লোল, লিয়াকত হোসেন, শেখ সিদ্দিকুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। এসময় দলীয়
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে, উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিলো। এপর্যন্ত ১১টি ইউনিয়নে সর্বমোট ৬৪৬টি মনোনয়ন জমা হয়েছে। দলীয় পদে ১৮ জনসহ চেয়ারম্যান ৪৯, সাধারণ সদস্য ৪৬২ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১টি ইউনিয়নে ২ লাখ ৩০ হাজার, ৮শ ২৪ জন ভোটার রয়েছে।