মোঃ আকবর হোসেন,তালা: তালার ইসলামকাটি পিএন বহুমুখি বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে গ্রীস্মকালীন ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামকাটি পিএন বহুমুখি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেবাশিষ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত বিদ্যালয়ের সভাপতি ও ইসলাম ইউনিয়নের -- সেক্রেটারী শেখ আব্দুল আজিজ। ১২দলীয় টূণামেন্ট খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আকবর হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নংলা পিএসজে ফাজিল মাদ্রাসার ভাইচ প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম, বিপিএড শিক্ষক মোঃ জমিন উদ্দিন, ঘোনা পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার হালদার প্রমুখসহ শতশত দর্শক খেলাটি উপভোগ করে। ফাইনাল খেলায় অংশগ্রহন করে নাংলা পিএসজে ফাজিল মাদ্রাসা এবং ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়,মোঃ সেলিম সরদার। নাংলা পিএসজে ফাজিল মাদ্রাসা ট্রাইব্রেকারে ০১ গোলে জিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারিং দায়িত্ব পালন করেন মোঃ কামাল সরদার।