
নজরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় চলছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেওয়ার তোড়জোড়।
এরই ধারাবাহিকতায় উপজেলা রির্টানিং কর্মকতা কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তালা সদর ইউনিয়নের জাপা মনোননীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম ও খেশরা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। মঙ্গলবার(১৭ মার্চ) বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেন এই দুই নেতা।
মনোনয়ন পত্র জমা দিয়ে তালা সদরের চেয়ারম্যান পদপ্রাথী সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন,তালা সদরের সাধারণ জনগণ আজ সন্ত্রাসী, চাঁদাবাজ, দালালদের হাতে বন্দী। তারা প্রতিনিয়ত সাধারণ ভোটার দের হুমকি ধামকি দিয়ে আসছে। তবে সাধারণ ভোটারা আজ একত্রিত হয়েছে গেছে ওই সব দালালদের আর তারা চাই না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা সদরের সাধারণ ভোটাররা আমাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশল্লাহ।
এদিকে খেশরা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক রজিব হোসে রাজু বলেন, আমি চেয়ারম্যান হয়ে উন্নয়ন করেছি নজিরবিহীন। অবহেলিত খেশরা ইউনিয়নকে আলোর পথে আনার চেষ্টা অব্যাহত রেখেছি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খেশরা ইউনিয়ন বাসী আমাকে ভোট দিয়ে অসম্পন্ন কাজ সম্পন্ন করার সুযোগ দিবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। তালা সদর ইউপি নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩২০ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ১৯৭ জন।খেশরা ইউপি নির্বাচনে এবার মোট ভোটার ২৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৫৫ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৪৪৯ জন।
তালা উপজেলা নির্বাচনী কর্মকর্তা রাহুল রায় জানান,তালা উপজেলায় ভোট কারচুপির কোন প্রকারের সুযোগ নেই। সে যে দলের হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমি রির্টানিং কর্মকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী। অতএব প্রার্থীদের আচারণ বিধি লঙ্ঘন না করার অনুরোধ করছি। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।