
তালা ব্যুরো: সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৮ নং মাগুরা ইউনিয়নে মাগুরাডাঙ্গা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নকআউট ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা ডাঙ্গা ফুটবল মাঠে শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান।
সঞ্জয় সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মইনুল ইসলাম। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন বিশ্বজিৎ মÐল, মৃত্যুঞ্জয় মন্ডল, সুভংকর মন্ডল, পবিত্র সরকার প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে তালা ভোরের আলো ফুটবল একাদশ ৩-০ গোলে বন্ধুমহল চাঁদপুর একাদশ কে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।
চ্যাম্পিয়ন দলকে মিনিস্টার শোরুমের পক্ষ ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান একটি মিনিস্টার ফ্রিজ পুরষ্কার প্রদান করেন ও রানার্সআপ দলকে ২৪” একটা এলইডি টিভি পুরষ্কার প্রদান করেন।