
নজরুল ইসলাম, তালা থেকে: তালায় অপরিপক্ক আম কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিফ উল-হাসান। জানা যায়,তালা উপজেলার কুমিরা গ্রামের কেসমত বিশ^াসের ছেলে মধু বিশ^াস অপরিপক্ক ন্যাংড়া আম ৫টি ক্যারেটে করে বাজারজাত করার চেষ্টা করছিলো। এ সময় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কার্বাইড দিয়ে আম পাকাঁনোর অভিযোগে আমসহ মধুকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান জানান, কার্বাইড দিয়ে পাকানো অপরিপক্ক ৫ ক্যারেট ন্যংড়া আম বাজার জাত করার অভিযোগে মধু বিশ^াসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।