তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় সোমবার(২৭ জুলাই) ৪জনের করেনা পজেটিভ রির্পোট এসেছে। তালায় এ যাবৎ ৭৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৭,মহিলা ১৯জন,সুস্থ্য ৩০জন এবং করোনা নিয়ে মৃত্যুবরন করেছে ০২ জন।
তালা হাসপাতালের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার জানান, তালায় ২৭ জুলাই ৪ জনের করেনা পজোটভ রির্পোট এসেছে। এর মধ্যে তালা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স(মিডাইফ) জাহানারা খাতুন(৫০) স্বামীঃ মোঃ রফিকুল ইসলাম। জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের সোহরাব গাজীর স্ত্রী শাহিনা বেগম(৪৫),তেতুলিয়া ইউনিয়নের লক্ষনপুর গ্রামের একই পরিবারের আনছার উদ্দিনের স্ত্রী সকিনা বেগম(৭৫) এবং সকিনা বেগমের ভায়ের বউ আব্দুল হাই এর স্ত্রী জাহানারা বেগম(৫৫) । তালায় এ যাবৎ ৭৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে পুরুষ ৫৭,মহিলা ১৯জন সুস্থ্য ৩০জন এবং করোনা নিয়ে মৃত্যুবরন করেছে ০২ জন।
টিএইচএ ডাক্তার রাজিব সরদার করেনাকে ভয় না করে, সকলকে সতর্ক হয়ে সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।