নজরুল ইসলাম: বোর হাইব্রিড জাতের ধান (তেজ গোল্ড) ব্লক প্রদর্শনীর ৫০ একর জমির ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন করা হয়েছে তালা উপজেলায়।
সোমবার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার মাহমুদপুর,মির্জাপুর,কুমিরা ব্লকে ফসল কর্তন করা হয়। হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফসল কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা বেগমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,অধ্যক্ষ এনামুল হকসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার হাজিরা বেগম জানান,হাইব্রিড জাতের ধান তেজ গোল্ড চাষ করে এবার ব্যাপক সফলতা এসেছে। এছাড়া এই হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা যায় সহজে। তাই আমাদেও প্রদর্শণী ব্লকে হারভেস্টার যন্ত্রেও মাধ্যমে ফসল কর্তন করলাম।