
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা সদরের খাজরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাড়ির পূর্ব পার্শ্বের রাস্তার ধারে। এঘটনায় খাজরা গ্রামের শহর আলী শেখের ছেলে নেছার উদ্দীন শেখ(৫৫) ও তার স্ত্রী শামীমা আক্তার সীমা (৩৬) আহত হয়েছেন ।
তালা হাসপাতালে ভর্তি নেছার উদ্দীন জানান, খাজরা গ্রামের রমজান আলী শেখ (৫৬) গংদের সাথে বসত বাড়ির জমি জমার বিরোধ থাকায় শনিবার সকালে বাড়ির পূর্ব পার্শ্বের রাস্তার ধারে ঘেরা বেড়া মেরামত করার সময় আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে। ঐ সময় আমার প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে লুটপাট করে বলে অভিযোগ করেন। এ ঘটনায় নেছার উদ্দীন বাদী হয়ে তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
এ ঘটনায় অভিযুক্ত রমজানের ছেলে হাফিজুর অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো উনারা আমাদের মার পিট করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।