
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ীর সাথে ধাক্কা লেগে এক নার্সীরি ব্যবসাীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালা উপজেলার শোভাশুনি বাজারে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আতিয়ার রহমান (৫৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সেনাবাহীনির কয়েকটি গাড়ি দুপুর ২ টার দিকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে তালা উপজেলার শোভাশুনি বাজারস্থ সাতক্ষীরা-খুলনা মহসড়কে পৌছালে এ সময় নার্সীরি ব্যবসায়ী আতিয়ার রহমান সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক ভাবে সেনাবাহীনির গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।