নিজস্ব প্রতিবেদক, তালা: সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম)কমিটির তালা উপজেলা শাখার আয়োজনে মাসিক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উন্নয়ন সংগঠন স্বদেশ ও শারী’র সহযোগীতায় তালার কপোতাক্ষ রিভার ভিউ ইকো পার্কে মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
সুনামের তালা উপজেলার সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে সম্পাদক জহর হাসান সাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সারি’র এ্যাডভোকেসি অফিসার শিবানী গাইন, উপজেলা সুনামের সহ-সভাপতি শাহানাজ পারভীন, সহ-সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহম্মেদ, মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধ্যক্ষ অভিজীৎ দত্ত, সদস্য সিমলা দাস, পদ্মা দাস, প‚র্ণিমা সরকার, ডলি দাস, রুপা খাতুন, শারমিন সুলতানা প্রমুখ। সভায় সুনাম কমিটির চলমান কর্যক্রম, করোনা কালিন সময়ে গৃহিত পদক্ষেপ এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যত করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।