বিশেষ প্রতিবেদক,তালা: সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি তালা উপজেলা শাখার অ্যাডভোকেসী, লবি সভা অনুষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার দুপরে তালা উপজেলা সুনাম কমিটির আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল’র সাথে অ্যাডভোকেসী ও লবি সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় তালা থানার অফিসার ইনচার্জকে উপজেলা সুনাম কমিটির কার্যক্রম,উদ্দেশ্য,লক্ষ্য সর্ম্পকে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সভাপতি শেখ রিয়াদ, সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু, সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধ্যক্ষ অভিজিৎ দত্ত, সি: সদস্য ফয়সাল হোসেন,সাধারণ সদস্য জয়দেব দাশ প্রমুখ। সভায় থানার অফিসার ইনচার্জ সুনাম কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।