আকবর হোসেন, তালা প্রতিবেদক: “সেকেন্ড চান্সে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় সাস আয়োজনে, ঝরে পড়া শিশুদের শিক্ষার অনুকুলে নিয়ে আসার জন্য, আউট-অপ-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম(পিইডিপি-৪) এর আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে একযোগে কাজ করতে হবে এমনই কথা বলেন অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ।
বুধবার সকালে সাস এর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। সাস এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহ আলম এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, তালা রিসোর্স সেন্ট্রার এর ইন্সট্রক্টর বৈদ্যনাথ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, তপন কুমার কর্মকার, মুহাঃ ওবায়দুল্যাহিল আসলাম, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাস এর জেলা ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, সাস এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার গাজী শামীম হোসেন মিঠু, মোঃ জাহাংগীর হোসেন, মোঃ মাহবুর রহমান,আল আমীন, সাস এর আর এম রুহুল আমিন,সাংবাদিক মামুন রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলে মিলে একসাথে কাজ করতে হবে । প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ঝরে পড়া শিশুদের নিয়ে যে প্রকল্প চালু হচ্ছে সেটা সকলে মিলে একসাথে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।