
মোঃ আকবর হোসেন,তালা: তালা উপজেলায় মঙ্গলবার (০৭ জানুয়ারী) সহানুভূতি সংগঠনের আয়োজনে বাড়ী বাড়ী গিয়ে অসহায় দুস্থ এবং অসুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
সহানুভূতি সংগঠনের আয়োজনে উক্ত কম্বল বিতরনে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, ইউপি মেম্বর আব্দুর রব,সাবেক ইউপি মেম্বর আব্দুল কাদেরপ্রমুখ। সহানুভূতি সংগঠনের সার্বিক দায়িত্ব পালন করেন আহবায়ক আব্দুল আলীম, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,কার্যনির্বাহী সদস্য শিক্ষক মোঃ আবুল কাশেম সরদার প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত সহানুভূতি সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর হতে অসহায় মানুষের পাশে থেকে অসুস্থ ,দুস্থ ও গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।