
নব কুমার দে, তালা থেকে: তালা উপজেলার উপজেলা পরিষদ হল রুমে ক্যান্সার, কিডনী লিভার, সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৫ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে চেক বিতারণ উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়। আলোচনা ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক মো. আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।