
মোঃ আকবর হোসেন,তালা: “ থাকলে শিশু সুরক্ষিত উন্নয়ন হবে অর্জিত, যেখানেই শিশুর অধিকার থেকে বঞ্চিত সেখানেই ১০৯৮” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) শিশু অধিকার ও শিশুর সুরক্ষায় সমাজ সেবা অধিদপ্তরের শিশুর সহায়তায় ফোন ১০৯৮ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তালা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সমাজসেবা অফিসের উপ-পরিচালক দেবাশিষ সরদার। তালা উপজেলা পরিষদ এর হলরুমে এবং তালা সমাজ সেবা অফিসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান। মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাংগীর আলম, সমাজ সেবা অফিসের সুপারভাইজার মোঃ এনামুল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাস দাশ, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, উত্তরন এর পক্ষে মীর জিল্লুর রহমান, জেলার শ্রেষ্ঠ ইমাম আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান, সমাজ সেবা অফিসের সমাজ কর্মী গাজী সুলতান আহমেদ, তৌফিক ইমরান, গাজী মঞ্জুরুল ইসলাম, ওমর আলী, শের আলী, মোঃ আব্দুল কুদ্দুস, তৌহিদুল ইসলাম প্রমুখ। সমাজ কর্মী সাইফুল ইসলাম ভিডিও প্রকেক্ট এর মাধ্যমে শিশুর অধিকার সম্পর্কে তথ্য প্রদান করেন এবং এ সম্পর্কে সাতক্ষীরা জেলার সমাজ সেবা অফিসের উপ-পরিচালক দেবাশিষ সরদার বিস্তারিত আলোচনা করেন।