
মোঃ আকবর হোসেন, তালা: তালায় শনিবার (১১ জানুয়ারী) সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে শিশুদের জাতীয় “এ”প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(ভারপ্রাপ্ত) ডাক্তার রাজীব সরদারের সভাপতিত্বে ক্যাপসুল খাওয়ানো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, অতনু ঘোষ, ফারহা ইয়াসমিনসহ সকল ডাক্তার, প্রধান সহকারী মোঃ হাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মীর মহাসীন হোসেন, সেনেটারী ইন্সেপেক্টর শরীফ মোঃ আঃ মতিন, ক্যাশিয়ার সুকান্ত পাল, হিসাব রক্ষক সাধনা সিংহ, এমটিইপিআই শেখ সাইদুর রহমান, মোঃ জাহাংগীর আলম, নার্স মাহমুদা আক্তারসহ সকল নার্স সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ ছিলেন। সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে মোট ২৮৯ কেন্দ্রে ২ ধরনের(লাল ও নীল) ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬মাস হতে ১১ মাস বয়েসের শিশুদের মোট ৩হাজার ২শত ৫৭ জনকে এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়েসের ৩৩ হাজার ১শত ৯৫জন শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।