
মোঃ আকবর হোসেন,তালা: তালায় বৃহস্পতিবার(২ জানুয়ারী) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর সহযোগীতায় মুড়া খুলিয়া এম কে ইউনাইটেড নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ১৫০জন শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।
কোয়ালিটি ইডুকেশন ফর আন্ডার প্রিভিলাইজড স্টুডেন্টস অব এমকে হাইস্কুল প্রকল্পের আওতায়, মুড়াখুলিয়া স্কুলে বিনামুল্যে স্কুল ড্রেস বিতরনে তালা সাস এর নির্বাহী পরিচালক ও উক্ত স্কুলের ম্যানির্জিং কমিটির সভাপতি শেখ ইমান আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। সাস এর সমন্বয়কারী মোঃ শাহআলাম এর সঞ্চলনায় এবং তারা-ডু অষ্টেলিয়া এর অর্থায়নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদরের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি মেম্বর মোঃ ইয়াছিন সরদার। উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য বৈদ্যনাথ দাশ,সহকারী শিক্ষক আলতাফ হোসেন, ওমর ফারুক,মোঃ শাহাজাহান, মোঃ ইব্রাহিম, পল্টু সাধু,হরশিত হাফিজুর শেখ,শিখা হালদার, জায়দা, নমিতা এবং নাজমুল হোসেন প্রমুখ।