
মো: আকবর হোসেন,তালা: তালায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তালা শহীদ কামেল মডেল স্কুলের ৭ম শ্রেনীর ১৩৬জন শিক্ষার্থী ১৪ দলে বিভক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রমে মাগুরা মুক্তিযুদ্ধের রনাঙ্গন পরিদর্শন করেন।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক আবুল কাসেমের সভাপতিত্বে, মুক্তিযুদ্ধকে জানি অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার মো: আলাউদ্দিন জোয়াদ্দার। প্রধান শিক্ষক শক্তিপদ কর এর সার্বিক পরিচালনায় আরও উপস্থিত থেকে ৭১ সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের সম্মুখ ধারনা দেন মুক্তিযোদ্ধা মো: আবু শহীদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ।
সকালে মুক্তিযোদ্ধাদের সাক্ষাতের র্প, স্কুলের শিক্ষার্থীরা তালা মাগুরা মুক্তিযুদ্ধের রনাঙ্গন পরিদর্শন করেন। সেখানে মুক্তিযোদ্ধাদের স্বরনে কবর জিয়ারত, পুস্প অর্পন, স্যালুট প্রদান, দোয়া ও মোনাজাত করা হয়। শিক্ষার্থীদের কার্যক্রমের সাথে থেকে সকল বিষয়ে সাহায্য করেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ঘোষ আদিত্য, সহকারী শিক্ষক তাপস হালদার, গোলাম মোস্তফা, গোবিন্দ ঘোষ, দিপক দাশ, চন্দনা রানী ও শিক্ষক কাছেদ আলী প্রমুখ। মুক্তিযুদ্ধের রনাঙ্গন পরিদর্শন শেষে তালা থানায় অবস্থানরত সাতক্ষীরা জেলা সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল স্কুলের ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এবং তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে,ইফটিচিং, মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে থাকার আহবান জানান।