
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জেঠুয়া গ্রামের একটি আম গাছ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
রুপালী বেগম জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে তার ভাবী রুপালী বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সকালে পুলিশ খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন ফিরোজা খাতুন জানান, পরকিয়ার জের ধরে রুপালী বেগমকে দূর্বত্তরা হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারনা করা হচ্ছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানাযাবে।