মোঃ আকবর হোসেন,তালা: তালায় সোমবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন,কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগীতা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সকালে তালা থানার আয়োজনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতসহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক সাংবাদিক মীর জাকিরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মোঃ রবিউল ইসলাম,তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ইনচার্জ ওয়াহেদ মোর্শেদ, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম মোড়ল আব্দুর রশিদ, তালা জাতীয় শ্রমীকলীগ তালা উপজেলা শাখার সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আকবর হোসেন, প্যারেড কমান্ডার এর দায়িত্ব পালন করেন, তালা থানার এসআই মোঃ আনোয়ার হোসেন, সহকারী কমান্ডার এসআই সুব্রতশাহাসহ সকল মুক্তিযোদ্ধাগন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান।