
বিশেষ প্রতিবেদক, তালা: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রবোর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ণ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার(১৩ ই জুন) সকালে তালা শিল্পকলা হলরুমে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরা এর এসআই আলতাফ হোসেন প্রমূখ। কর্মশালায় তালা উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়,উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।