নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিকাশ কুমার ঘোষ নামের এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এই জরিমানা করেন। অভিযুক্ত তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে বিকাশ কুমার ঘোষ।
জানা গেছে, বিকাশ কুমার ঘোষ তার দোকানে দীর্ঘদিন ধরে গøুকোজ পাউডার বিক্রি করে আসছিল। এলাকার অসাধু দুধ ব্যবসায়ীরা তার কাছ থেকে গøুুকোজ কিনে অতিরিক্ত দুধ তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। রবিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ চার বস্তা গøুুকোজ পাউডারসহ বিকাশ কুমার ঘোষকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।