
নজরুল ইসলাম, তালা থেকে:
তালার শিবপুর গ্রামের রুবেল মোল্যা ( ২৬) এর দুটি কিডনী নষ্ট হয়ে গত সাত মাস যাবৎ ঢাকার শ্যামলী সি,কে,ডি ইউরোলজী হাসপাতালের এম,ডি প্রফেসর ডাঃ কামরুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
হতদরিদ্র দিনমজুর পরিবারের রুবেল মোল্যা তালার মাঝিয়াড়া বাজারে পোল্টি মাংসের ব্যাবসা করে জীবিকা নির্বাহ করতো। একটি শিশু কন্যা সন্তান রয়েছে তার।একটি বেসরকারী সংস্থা মানব উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগিতায় তার চিকিৎসা চলমান রয়েছে।
শুক্রবার পর্যন্ত তার চিকিৎসার জন্য ব্যায় হয়েছে ৬,০৮,২৩০ টাকা। বর্তমান জমা আছে সরকারী প্রদানকৃত অনুদান ৫০,০০০/-গোপালপুর তিন ভাই মিলে দেওয়া ৫০,০০০/- মাহমুদকাটি শ্বশুর দেওয়া ২০,০০০/- ডাঃ সবুর ও রফিক খাঁ ১০,০০০/- মোট টাকা ১,৩০, ০০০/- টাকা। ২১-২-২০২২ তারিখে অপারেশনের টাকা জমা দিতে হবে ২,১০, ০০০/- টাকা। অপারেশনের পর আরও ৩ মাস চিকিৎসাধীন থাকতে হবে ঢাকায়।
ডাঃ কামরুল ইসলাম সাহেব আনুমানিক ধারনা দিয়েছেন আরও কমপক্ষে আনুমানিক ব্যায় হবে ৫,০০,০০০/- টাকা। এই অসহায় তরুন যুবক এর জীবন বাঁচাতে সকলের নিকট সহযোগিতা কামনা করা হয়েছে। সরাসরি রুবেল মোল্যার সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে বিকাশ নম্বর ০১৯৮৮- ৯৬৯৭৭৭ তে সহযোগিতা করার জন্য তালার মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও তরুণ যুবকের জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।