
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার মাগুরা ইউনিয়নের মালোপাড়া গ্রামে এক মেয়ের সাতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করার অভিযোগে বাপী দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে মাগুরা বাজার হতে বাপীকে গ্রেফতার করেন তালা থানা পুলিশের একটি চৌকস টিম। সে মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের রবিন্দ্র দেবনাথের ছেলে।
তালার মাগুরা ইউনিয়নের মালোপাড়া গ্রামের সুমনা (ছদ্মনাম) (২১) সাথে দীর্ঘ ৬ মাস যাবত শারিরীক সম্পর্ক করে আসছিল বাপী দেবনাথ। দীর্ঘ দিন সম্পর্ক করার সত্বেও ওই যুবতীকে বিবাহ করতে অস্বীকার জানান বাপী। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সুমনা (ছদ্মনাম)।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার বলেন, অভিযুক্ত বাপীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞআদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।