আকবর হোসেন,তালা থেকে: সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইব্রাহিম গাজী(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের মৃত মেহের গাজীর পুত্র।
খেশরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন জানান, ইব্রাহিম গাজী বুধবার ঘটনার সময় বিদ্যুৎ বন্ধ থাকায় মেইন সুইচ বন্ধ না করেই তার বসত ঘরের বিদ্যুৎ লাইনের ২টি তার জোড়া দিতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে সাথে সাথে তিনি বিদ্যুৎ এর তারে আটকে যান। সেখানেই তার মৃত ঘটে। তার স্ত্রী তাকে দাড়িয়ে থাকতে দেখে গায়ে হাত দিলে তাকেও বিদ্যুৎ ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউপি সদস্য আরও বলেন, তার হার্টের অসুখ ছিলো। হার্টে ব্লক ছিলো। শরীর দূর্বল থাকার কারনে বিদ্যুৎ এর তারে আটকানোর সাথে সাথে মৃত্যুবরন করেন বলে আমার ধারনা ।