
আকবর হোসেন, তালা থেকে: সাতক্ষীরার তালায় সেনা বাহিনীর যশোর- ৫৫ পদাতিক ডিভিশন এর সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ।
শুক্রবার উপজেলা চত্ত্বর হতে জেএনএ পল্লি মংগল উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ম্যারাথন দৌড় উদ্বোধন করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, যশোর সেনানিবাসের সেনা অফিসার ক্যাপ্টেন মোঃ তালহা, সহকারী কমিশনার ( ভূমি ) এস এম তারেক সুলতান, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, শালিখা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ বিধান চন্দ্র, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, পাটকেলঘাটা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ ওবায়দুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, তালা ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, তালা বাজার বনিক সমিতির সভাপতি জুনাইদ আকবর, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, সাংবাদিক সেলিম হায়দার, ইলিয়াস হোসেন, মামুন রেজা প্রমুখ । দৌড় শেষে ১০টি পুরস্কার প্রদান করা হয় ।