
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে ) বিকালে উপজেলা ক্রীড়া সং¯’ার সার্বিক সহযোগিতায় তালা ফুটবল মাঠে(বি,দে স্কুল মাঠ) ফাইনায় খেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)।
জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা মহিলা অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা মহিলা সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু,শিক্ষক ও সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান,তালা সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ।
ফাইনাল খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ইসলামকাটি ফুটবল একাদশকে পরাজিত করেন। এবং ম্যান অফদি ম্যাচ ও ম্যান অফদি সিরিজ মনোনীত হয়েছেন তালা সদর টিমের খেলোয়াড় জুবায়ের। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার ও সাব রেফারী মীর কাউয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান হাবিব এবং ধাড়াভাষ্যকার ছিলেন শিক্ষক শেখ জাহাঙ্গীর হাসান।