শেখ ইমরান,তালা থেকে: সাতক্ষীরার তালায় কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন(টিকা) গ্রহণ করেছেন আমিনুর শেখ নামের একজন গ্রাম পুলিশ ।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড-১৯ এর ভ্যাকসিন(টিকা) গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপাড়ী,উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনসহ সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং অত্র হাসপিটালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।