নিজস্ব প্রতিবেদক: ডাক সেবা আরও সহজতার করার লক্ষ্যে আঠারো মাইল টু কয়রা রোডে নতুন ডাক গাড়ির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২২ শে আগস্ট) সকালে তালা উপজেলা পোস্ট অফিসের সামনে হতে ফিতা কেটে নতুন এই ডাকগাড়ির শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পোস্ট মাস্টার জেনারেল দক্ষিনাঞ্চল সার্কেল মোঃ শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আরএমএস ই-বিভাগ মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এফ.এম.ওয়ালিউজ্জামান, খুলনা বিভাগীয় ইউনিটের সুপার, পরিদর্শকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পোস্ট মাস্টার সুদিন কুমার বৈদ্য, সহকারী পরিদর্শক ওহিদুজ্জামান শাহিন, তালা ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তা এম আতাউর রহমান এলিট সহ ও তালা উপজেলা পোস্ট অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।