
বিশেষ প্রতিবেদক,তালা: তালায় টিসিবি পেয়াজ ৫০টাকা,সয়াবিন তেল ৮০ টাকা,মসুর ডাল ৫০ টাকা করে বিক্রিয় শুরু করা হয়েছে ।মঙ্গলবার সকাল সাড়ের ১০ টায় তালা উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। শতাধিক নারী-পুরুষ টিসিবি’র মাধ্যমে উক্ত পণ্য সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, উপজেলা চত্বরে এখন থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। এছাড়া ৮০ টাকা সয়াবিন তেল ও ৫০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হচ্ছে। আমাদের দেশ পেঁয়াজ আমদানিতে ১৪ তম। খুবই শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।