বিশেষ প্রতিবেদক,তালা: তালায় পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিত ভাবে আব্দুল কুদ্দুস গাজীর পরিবারের সদস্যদের মারাতœক ভাবে আহত করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এঘটনায় তালা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন,তালার আটারই গ্রামের বারী গাজীর পুত্র আব্দুল কুদ্দুস গাজী,আব্দুল কুদ্দুস গাজীর পুত্র সবুজ গাজী,ছাব্বির গাজী,বৌমা স¦প্না বেগম,স্ত্রী মারুফা বেগম। আহতরা তালা হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনারা বিবরণে জানাযায়, আটারই গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর সহিত একই গ্রামের বারী গাজীর পুত্র হক গাজী(৫২),মহাসিন গাজী(৫০)ও তার ছেলে মুরছালিম গাজীর বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গত বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে আব্দুল কুদ্দুস গাজী তার ভোগ দখলীয় জমিতে রোপনকৃত আম গাছ হতে আম পাড়িতে গেলে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করেন। গাছের আম পাড়ায় বাঁধা প্রদানের কারন জানিতে চাইলে প্রতিপক্ষরা কুদ্দুস গাজীকে লোহার রড,শাবল ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। সে সময় কুদ্দুস গাজীর স্ত্রী ,বৌমা ও দুই ছেলে মারপিট ঠেকাতে আসিলে তাদেরকেও বেধড়ক ভাবে মারপিট করেন প্রতিপক্ষরা। এবং মারপিট করে প্রস্থানের সময় পরিবারের সদস্যদের সহ কুদ্দুস গাজীকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন। এঘটনার পরে স্থানীয় লোকজনের সহয়তায় আহত ৫ জন তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, তালা থানায় একটি এজাহার করেছেন কুদ্দুস গাজী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।