তালা প্রতিবেদক: ঢাকা গামী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা-খুলনা মাহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে রবিবার সকালে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মুখার্জী এন্ড এসোসিয়েটস্ নামের একটি বাস (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৩-০৬০৪)। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যার নম্বর- যশোর-শ-১১-০১০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী আহত হয়েছে। সকাল কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে ও বাস এবং ট্রাক পুলিশ হেফাজতে নিয়েছে।