
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান প্রণব ঘোষ (বাবলু) ও সাধারণ সদস্য সদস্যাদের অভিষেক অনুষ্ঠান রোববার সকাল ১০ টায় খলিল নগর ইউনিয়ন বাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমান আলী সরদার। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইউনিয়ন যুব লীগ নেতা উত্তম ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এ্যডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুব লীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, সমর রায় ও কোহিনুর বিশ্বাস সহ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।