
তালা প্রতিনিধি : তালায় দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১২ ঘটিকার দিকে তালা হাসপাতালের ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তরের বাসায়। ঘটনার বিবরনে,ডাক্তার রওশন দায়েমী এবং ডাক্তার মেরিনা আক্তার বলেন,আমরা সকালে বাসায় তালা মেরে হাসপাতালে ডিউটিতে যায়, এসে দেখি তালা ভাংগা । ডাক্তার রওশন দায়েমীর ৫হাজার টাকার মত এবং মেরিনা আক্তারের ১৬ হাজার টাকা মোট ২০ হাজার টাকা চুরি হয়েছে। তবে মোবাইল বা অন্য কোন জিনিস চুরি হয়নি। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এলাকা পরিদর্শন করেন । তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, চোর ধরার চেষ্টা চলছে ।