বিশেষ প্রতিবেদক,তালা: সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের মৃত. রহমত আলী সরদারের পুত্র মামুন সরদারের পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি দখল ও রেকর্ড করার চেষ্টার অভিযোগ উঠেছে সামচুর গংদের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানাযায়, জেঠুয়া গ্রামের মৃত.রহমত আলী সরদারের পুত্র মামুন সরদারের পৈত্রিক সুত্রে পাওয়া সম্পর্ত্তির উপর বাসঘর,রান্না ঘর,গোয়ালা ঘর, কাঠ ঘর,দোকান ঘর,পায়খানা ঘর,টিউবওয়েল নির্মিত আছে। নির্মিত সম্পর্ত্তি মামুন সরদার শান্তি পূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত. উজির সরদারের পুত্র সামচুর রহমান সরদার, আব্দুল আজিজ সরদার, কন্যা ও সোহরাব আলী কাগজীর স্ত্রী মোছা: সরবানু বিবি দ্বয় ইসলামকার্টি সাব রেজি: অফিসের মাধ্যমে ১৯৯৮ সালের ৩১ মার্চ তারিখে ২০৭৬ ও ২০৭৮ নাম্বারে দুটি তঞ্চকী দলিল তৈরী করেন। ওই তঞ্চকী জমির দলিলদ্বারা মামুন সরদারের পৈত্রিক সম্পর্ত্তি দখল সহ রেকর্ডের চেষ্টা করছেন। এবং মামুনকে সম্পর্ত্তি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের অসাধু উপায় অবলম্বন করে জীবনের তরে শেষ করে দেওয়ার পায়তার চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে মামুন সরদার জানান, আমি উপরক্ত সম্পর্ত্তি পৈত্রিক সুত্রে পেয়েছি এবং তাহার সঠিক দলিলাদি আছে কিন্তু সামচুর রহমান গংরা তঞ্চকী দলিল করে জমি দখল আবার এখন রেকর্ড করার চেষ্টা করছেন। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষ সাতক্ষীরা জেলা প্রশাসক, তালা সহকারী কমিশনার (ভূমি) তালা উপজেলা নির্বাহী অফিসার বরার তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। তঞ্চকী জমির দলিল ও রেকর্ড করার বিষয়ে সামচুর রহমান গং জানান,আমাদের দলিল তঞ্চকী নই। আমাদের যে দলিলটি আছে সেটি সঠিক বরং ওদের দলিল তঞ্চকী।