
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা প্রশাসন উদ্যেগে ও খলিলনগর ইউনিয়ন পরিষদের তত্বাবধায়নে গ্রাম্য বাড়ি,হাট বাজার গুলোতে এডিস মশা নিধন ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা সম্পর্কিত সচেতনতামুলক কার্যক্রম ও লিফলেট করেছেন ।
মঙ্গলবার বেলা ১২টার সময় খলিলনগর বাজার,খলিলনগর গ্রামে ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের ,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী,ইউপি চেয়ারম্যান এসএম আজিজুর ইসলাম রাজু, ইউপি সচীব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবু-বক্কর সিদ্দীকি,প্রকাশ কুমার দালাল,লিয়াকত আলী গাজী,মোজাম্মেল আলী শেখ,ঝরণা বেগমসহ গ্রাম পুলিশদ্বয় প্রমুখ ।
আলোচনার সময় বক্তারা সাধারণ মানুষদের ডেঙ্গু জ্বর নিয়ে কোন প্রকারের অপ্রচার কান না দিয়ে বাড়ির ও হাট বাজারের আশে পাশের ঝোপ-ঝাড়,বাগান,ময়লা ফেলার স্থান গুলো পরিষ্কার রাখার কথা বলা হয় । সাধারণ জনগনের হাতে ডিঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতারন করা হয় ।