নজরুল ইসলাম, তালা থেকে: তালায় ঠিকাদারী কল্যান সমিতির উদ্যোগে নির্মাণ সামগ্রীর উর্দ্ধগতি ও টেন্ডারের প্রদেয় মুল্য প‚নঃ নির্ধারনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৬ মার্চ) সকালে উপজেলা চত্তরের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন
ঠিকাদার সুলতান আহম্মেদ এর সভাপতিত্বে ও ঠিকাদার জাহাঙ্গীর সরদার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ঠিকাদার আব্দুল জব্বার, এসএম জাহাঙ্গীর হাসান, মোঃ আকবর হোসেন, আরিফুল হক বুলু,কাইয়ুম ইসলাম ডাবলু, সৈয়দ মুন্না, ঠিকাদার কনক ঘোষ, রুহুল আমিন,আব্দুল লতিফ, আব্দুর রহমান, মীর কল্লোল, আবু সাঈদ মিঠু, দেবু ঘোষ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কহিনুর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলীমীর জিল্লুর রহমান, সহ তালায় সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধন হতে বক্তরা বলেন, বর্তমানে কিছু অসাধু কুচক্রী ব্যবসায়ীরা বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থা করতে কৃত্রিম সংকট দেখিয়ে ঠিকাদারী কাজের নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক ভাবে বাড়ীয়ে দিয়েছে। যার ফলে ঠিকাদারদের পক্ষে কাজ করা দুরুহ হয়ে পড়েছে অনেকের পক্ষে কাজ শেষ করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না একদিকে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি অন্যদিকে ব্যাংক লোন এমন পরিস্থিতে ঠিকাদারদের নাভিস্বাস উঠে গেছে। এ পরিস্থিাতি নিরোসনের লক্ষ্যে অনতিবিলম্বে মালামালের বৃদ্ধিকৃত মুল্য নিয়ন্ত্রন করাসহ ঠিকাদারী কাজের ম‚ল্য প‚নঃ নির্দ্ধারনের তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের মাধ্যমে স্থাানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।