
শেখ ইমরান, তালা থেকে: তালায় রাস্তার পাশে বসত বাড়ি ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। বসতঘরের মালামাল লুট, ভাংচুর ও মারপিট করেছেন স্থানীয় প্রতিপক্ষরা।
শনিবার সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত ইনছার আলী মোড়েলের পুত্র মোঃ মনিরুজ্জামান মোড়ল (৫৯) বাড়িতে।
মনিরুজ্জিামান জানান, রাস্তার পাশে আমার বাড়ি থাকায় ওদের বড় ট্রাক্টর বাড়িতে নিতে অসুবিধা হওয়ায় রাস্তাটি বড় করার জন্য আমার বাড়িতে আকস্মিক হামলা করে। শনিবার মোঃ সাহেদ মোড়ল (২২), মোহাম্মদ শহীদ, উভয় পিতা সবুর মোড়ল, লিয়াকাত মোড়ল, আকবর মোড়ল, জাকাত মোড়ল(৪০) উভয় পিতা সাজ্জাদ মোড়ল সহ ২০ থেকে ৩০ জন আমার ভোগদখলীয় বসতবাড়িতে ভাংচুর করে এবং আমার ঘরের মালামাল লুট করেছে।
তিনি আরও বলেন, লোহার রড, লোহার হাতুড়ি এক্সেবেটর বেকু ও বড় ট্রাক্টর ইত্যাদি সজ্জিত হইয়া আমার বাড়িতে হামলা চালায়। এতে আমার আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সাবেক মহিলা মেম্বার শিল্পী খাতুন বলেন, আমি ঘটনা স্থানে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার উপর হামলা চালায় বারিক, আমি নিজের চোখে দেখেছি ওরা ২০ থেকে ৩০ জন হবে মনিরুলের ঘর ভাঙ্গেতে এসেছিলো।
অভিযুক্ত সাহেদ ও সবুজ মোড়ল কোন ভাবেই যোগাযোগ করা সম্ভব হইনি। তবে তাদের পরিবারের সদস্যরা জানান ওরা রাস্তার জমি দেইনি, তাই আমাদের সাথে বিরোধ বাধে। তবে আমরা ওদের ঘর বাড়ি ভাঙ্গার সময় ট্রাক্টর ব্যাবহার করা হয়নি। হাতুর ও লোহা রড শাবল দিয়ে ভাঙ্গা হয়েছে এবং ঘর ভাঙ্গা সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, অভিযোগ পেয়ে আমরা তদন্ত করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।