
নজরুল ইসলাম, তালা থেকে: শনিবার (১৯ মার্চ) সকালে তালায় উপজেলা হলরুমে টিসিবির পণ্য সংক্রান্ত বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস কনফারেন্স এ উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ বাবলুর রহমান সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও টিসিব্ িডিলারবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ মার্চ সকাল ১০টায় টিসিবির পন্য বিতরনের উদ্বোধন করবেন। বাংলাদেশে সর্বমোট ১কোটি পরিবার এ পন্যের আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলায় ২০ মার্চ ধানদিয়া,কুমিরা,মাগুরা,খলিলনগর এবং সরুলিয়া এই ৫টি ইউনিয়নে টিসিবির পন্য প্রদান করা হবে। বাকী ৭টি ইউনিয়নে প্রদানের তারিখ জানানো হবে। টিসিবির মালের মুল্য তৈল প্রতি কেজি ১১০টাকা হারে ২কেজি। চিনি প্রতি কেজি ৫৫ টাকা হারে ২কেজি এবং প্রতি কেজি মুসুরীর ডাউল ৬৫ টাকা করে ২কেজি দরে প্রদান করা হবে। পুরো প্যাকেজ এর মূল্য ৪শত ৬০ টাকা নির্ধারন করা হয়েছে।