
আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালায় জাগরনী চক্র ফাউন্ডেশনের পক্ষে থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
করোনা ভাইরাস মহামারির কারণে ২২মে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খেশরা ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব হোসেন রাজু, এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা শাখা ম্যানেজার মোঃ আজাদুর রহমান, সাতপাকিয়া শাখা ম্যানেজার বাবুলাল মন্ডল, জেঠুয়া শাখা ম্যানেজার মিজানুর রহমান, শোভাশুনি শাখা ম্যানেজার এনামুল হক, পাটকেলঘাটা শাখা ম্যানেজার খলিলুর রহমান, আনুলিয়া শাখার ম্যানেজার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
তালা এরিয়ায় ৬টি শাখায় মোট ৬শত পরিবারের মাঝে জনপ্রতি ৫শত টাকা করে ৩ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে। তালা এরিয়া ম্যানেজার মোঃ আবুল খায়ের বলেন, জাগরনী চক্রের পক্ষ থেকে দেশের মোট ৪০টি জেলায় ৪০ হাজার পরিবারের মাঝে ২কোটি টাকা বিতরন করা হয়েছে।