বিশেষ প্রতিবেদক, তালা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তালায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর নেতৃত্বে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ আকিব, যুগ্ন আহবায়ক নূর হোসেন রাজন, শাহরুখ জামান শোভন, ছাত্রনেতা চিনময় মন্ডল, তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুল, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখা এ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক উপজেলায় ১০১টি গাছের চারা রোপন হবে।