বিশেষ প্রতিবেদক, তালা:
রবিবার (৩০ শে জানুয়ারী) বিকালে তালা উপজেলা ছাত্রলীগের আয়োজনে শিল্পকলা একাডেমী হলরুমে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সেক্রেটারী মো. সুমন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সি.যুগ্ম আহবায়ক মেম্বর ইয়াছিন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী প্রমুখ। অনুষ্ঠানে তালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ১২ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।