আকবর হোসেন: সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। খুলে দেয়া হয়েছে সকল আশ্রায়কেন্দ্র। প্রস্তুত রয়েছে খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদুল হক জানান, তালা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলার জন্য ১শ' ১৩টি আশ্রায় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৯টি সাইক্লোন শেল্টার, বাকী ১শ'৪টি স্কুলে আশ্রায় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। মোট ৬৮ হাজার ৫শ' জন ব্যক্তি এ আশ্রায় কেন্দ্রে আশ্রায় গ্রহন করতে পারবে। এ ছাড়া প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রায় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন বলেন, আমরা ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এর জন্য ২৫ মেঃটন চাউল এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি। এ ছাড়া শুকনা খাবারের জন্য ৫০ হাজার টাকা পেয়েছি। খিচুড়ী রান্না করে খাওয়ানো সহ শুকনা খাবার হিসেবে চিড়া দেয়া হবে। যারা রোজা আছেন তাদের ইফতারীর ব্যবস্থা করা হবে। আমি বিভিন্ন আশ্রায় কেন্দ্র ঘুরে দেখেছি। কোন সমস্যা হবেনা।
উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, তালা উপজেলার খেশরা, তালা, কুমিরা ইসলামকাটি ইউনিয়নসহ উপজেলা ব্যাপি ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কে সচেতন করতে মাইকিং করা হয়েছে। অতিদ্রুত আশ্রায় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হচ্ছে। করোনায় দুরত্ব বজায় রেখে শিশু, বৃদ্ধ ও গৃহপালিত পশুকে আশ্রায় কেন্দ্রে নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মী ও জনপ্রতিনিধিদের বলা হচ্ছে। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সর্বদা প্রস্তুত আছে।