
মোঃ আকবর হোসেন,তালা: তালায় ক্লিন স্কুল, গ্রীন স্কুল এর ব্যানারে একঝাক তরুন শিক্ষার্থীদের সংগঠন গ্রীন আর্মি এর আয়োজনে ০৪ ও ০৫ নভেম্বর তালায় ৪টি স্কুলের ৫শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃক্ষ ‘রোপন, ডেঙ্গু সচেতনামুলক, মেধা অন্বেষণ পরীক্ষা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। গ্রীন আর্মি সংগঠনের সদস্য তালা সরকারী কলেজের বিএ অনার্স বিভাগের শিক্ষার্থী আল ইমরান খান, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী মোঃ রাহিক যাওয়ান শান, তালা সরকারী কলেজের ২য় বর্ষের ছাত্র মোঃ মুশফিকুর রহামান, ঘোনা পল্লি মংগল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিব খানসহ ৪০ জন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। গ্রীন আর্মি সংগঠনের নিজেস্ব অর্র্থায়নে ৪টি স্কুলের ৫শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃক্ষ রোপন, ডেঙ্গু সচেতনামুলক, মেধা অনে¦ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর আ¤্রকানন দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজাহান আলী, কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দে, সহকারী শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব উন্নয়ন হতে কর্মরত শিক্ষক মোঃ ফারুক হোসেন । গ্রীন আর্মি মুলত শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন। এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর নিজেস্ব অর্থায়নে ইসলামকাটি ইউনিয়নে ২টি স্কুলে ৭০টি বৃক্ষ রোপনসহ পরিস্কার পরিচ্ছন্নতা করেন। সংগঠনের শিক্ষার্থীরা বলেন, আমরা নিজেস্ব অর্থায়নে এই সংগঠনটি পরিচালনা করে আসছি। দেশের বৃত্তশালী ও স্বহƒদয় ব্যক্তিরা আমাদের পাশে দাড়ালে আমাদের সংগঠনটি আরও বেগবান হবে। যোগাযোগের ঠিকানা ইমরান ০১৯১৩-৫১৭৯৬৪, শান ০১৭৬৪-২৩১০৬০।